উল্লাপাড়ায় সাংবাদিকতার নামে চাঁদাবাজির অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অপকর্ম দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। সম্প্রতি উপজেলার উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র গজাইল গ্রামের মোঃ হাসু মিয়া, পিতা: হেদায়েতুল্লাহ, অভিযোগ করেন—পুকুর সংস্কারের সময় তার নিকট থেকে সাংবাদিক পরিচয়দানকারী রায়হান আহমেদ, আলমগীর হোসেন ও শিশির ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে “অবৈধ পুকুর খননের” অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়। ভুক্তভোগী হাসু মিয়ার দাবি, উল্লিখিত ব্যক্তিরা ডিএপি অনুমোদিত কোনো গণমাধ্যমের সাথে জড়িত নন। তা সত্ত্বেও তারা নিজেদের সাংবাদিক পরিচয়ে এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, রায়হান, আলমগীর, শিশির, আলামিন নামে কয়েকজন মিলে ‘সাংবাদিকতা’র নামে একটি চাঁদাবাজ চক্র গড়ে তুলেছেন। তারা উপজেলা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কৃষক ও সাধারণ মানুষের কাছ থেকে চাপ সৃষ্টি করে অর্থ আদায় করছেন। অনেকেই লোকলজ্জা ও হয়রানির ভয়ে চাহিদাকৃত অর্থ পরিশোধে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ও সচেতন এলাকাবাসী। সাধারণ মানুষ এই অবস্থা থেকে মুক্তি পেতে চায় এবং প্রকৃত সাংবাদিকদের সুনাম রক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *